Header Ads

Header ADS

Cricket BD

বিপিএল শেষ না করেই ফিরে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা


বিপিএল’র মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানি গণমাধ্যমের খবর, নিজেদের প্লেয়ারদের ডেকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৩ই ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সূচি প্রকাশিত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিপিএল থেকে ক্রিকেটারদের ফেরত নিতে চাইছে পিসিবি। আগামী ২রা ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ ৫ জন পাকিস্তান ক্রিকেটার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এছাড়া ঢাকা ডমিনেটর্সে ৩,  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ২, ফরচুন বরিশালে ৩, খুলনা টাইগার্সে ৩, সিলেট স্ট্রাইকার্সে ৩ এবং রংপুর রাইডার্সে ৩ জন করে পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন। 


No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.