Header Ads

Header ADS

Fifa 22

কাতার বিশ্বকাপ: এখনো অবিক্রীত ৫ লাখ টিকিট

আর ঠিক তিন মাস। এরপরেই বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব। প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকের আনাগোনায় পূর্ণ থাকবে কাতারের ভেন্যুগুলো। মধ্যপ্রাচ্যের দেশটি প্রথমবার বিশ্বকাপের আয়োজক হলেও ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই। তা বোঝা যায় টিকিট বিক্রির পরিসংখ্যান দেখেই।


কাতার বিশ্বকাপের জন্য ৩০ লাখ টিকিট বরাদ্দ রেখেছে ফিফা দ্বিতীয় দফা শেষে বিক্রি হয়েছে সাড়ে ২৪ লাখ টিকিট। আরও ৫ লাখেরও বেশি টিকিট বাকি রয়েছে এখনো। সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে শেষ ধাপের টিকিট বিক্রি। যা চলবে বিশ্বকাপ শেষ হওয়ার আগপর্যন্ত। এবারও ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি হবে টিকিট। অনলাইন ছাড়াও যা পাওয়া যাবে কাতারের রাজধানী দোহার কাউন্টারগুলোতে।

সবশেষ ধাপে টিকিট কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে স্বাগতিক কাতার, আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির বাসিন্দারা। যেখানে মোট ৫ লাখ ২০ হাজার টিকিট বিক্রি করেছে ফিফা। দর্শকদের চাহিদার তালিকায় প্রাধান্য পেয়েছে ক্যামেরুন-ব্রাজিল, ব্রাজিল-সার্বিয়া, পর্তুগাল-উরুগুয়ে, কোস্টারিকা-জার্মানি, অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচগুলো। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.